kolkata

Nov 06 2023, 07:51

*ODI ICC World Cup,2023*

Sports News 

 Photo Gallery 

KKNB: CAB President Snehasish Ganguly Yesterday presented Virat Kohli with a gold plated bat that had "Happy Birthday Virat" mentioned on it. Below it was inscribed "You are a symbol of dedication and a living proof that age is just a number". Virat also cut a giant cake especially made with a Virat statute atop the dark chocolate cake with blue icing.

 Pic Courtesy by: CAB.

kolkata

Nov 05 2023, 14:36

*ODI ICC World Cup,2023*

Sports News

Today Match South Africa vs India.

India won the toss and chose to bat.

kolkata

Nov 04 2023, 22:13

*ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচের আগে নেট প্র্যাকটিসে দক্ষিণ আফ্রিকা ও ভারত*

খেলা 

খবর কলকাতা: কলকাতার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচের আগে নেট প্র্যাকটিস সেরে নিলেন দক্ষিণ আফ্রিকা ও টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় অধিনায়ক রোহিত শর্মা সহ সরোজমিনে পরিদর্শন করলেন খেল ওয়াদের নেট প্র্যাকটিস। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আজ নেট প্র্যাকটিসে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল সহ একাধিক ব্যাটসম্যানরা ব্যাটিং প্র্যাকটিস করলেও দলের প্রথম সারির বোলারদের মাঠে প্র্যাকটিসে নামতে দেখা যায়নি। সাংবাদিক সম্মেলনে কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

kolkata

Nov 04 2023, 19:37

*নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল দুদিনের আন্তর্জাতিক খেলনা হাট*


 কলকাতা: রাজ্যে সামনেই বিশ্ব বাণিজ্য সম্মেলন। তার আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২ দিনের ভারত চেম্বার অব কমার্সের উদ্যোগে শুরু হল আন্তর্জাতিক খেলেনা হাট।

৪ এবং ৫ই নভেম্বর এই দুদিন চলবে এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।উপস্থিত ছিলেন শিশু ও নারী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা।

ভারত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে হাওড়ায় যে কোন জায়গায় তারা টয় পার্ক করবে বলে জমি চাইলেন। রাজ্যের দুই মন্ত্রী আশ্বস্ত করেছেন তারা জমি চিহ্নিত করলে আগামী দিনে এ বিষয়ে নিশ্চয়ই সরকার তাদের পাশে থাকবেন।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১৩২ টি স্টল হয়েছে।ভারত চেম্বার অব কমার্স আশাবাদী দেশীয় খেলনা আন্তর্জাতিক বাজারেও টেক্কা দেবে।

kolkata

Nov 04 2023, 15:08

*ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচের আগে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ প্রশাসন*


 খবর কলকাতা নিউজ ব্যুরো:

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। টাকা দিয়েও মিলছে না টিকিট। আবার টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে। টিকিটের কালোবাজারি রুখতেই ইডেন গার্ডেন্সের চারপাশে প্রচুর সংখ্যক সাদা পোশাকের ও সাধারণ পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। এছাড়াও আগামীকাল বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্স সংলগ্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।যান নিয়ন্ত্রণ করা হবে সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত।

ইডেন গার্ডেন্স সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্যবাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না।

হাইকোর্ট গামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে ট্রাফিকের চাপ অনুযায়ী।টিকিটের কালোবাজারি রুখতে তৎপর প্রসাশন। প্রশাসন সূত্রে খবর ৮টি মামলায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ৯৪ টি টিকিট বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। অভিযোগ ৯০০ টাকার টিকিট ৮ হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছিল।সবমিলিয়ে বলা যায় টিকিটের কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন।

kolkata

Nov 03 2023, 19:35

*ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতেই কলকাতায় এল ভারতীয় টিম*


কলকাতা: কলকাতায় পৌঁছালো ভারতীয় ক্রিকেট টিম। ৫ই নভেম্বর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ। আইসিসি ওডিআই বিশ্ব কাপ সিরিজে রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে রোহিত শর্মার দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

এই মুহূর্তে ৭টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। এখনো পর্যন্ত এবারের বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি ভারতীয় ক্রিকেট দল।ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমায় উৎসুক জনতা।

kolkata

Nov 03 2023, 17:26

*নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াত মাকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী*


কলকাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় আজ প্রয়াত হয়েছেন। শেষ শ্রদ্ধা জানাতে এদিন বিকেলে গড়িয়াহাটের বাড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেহেতু তিনি গায়িকা ছিলেন তাই তাকে কেওড়াতলা মহাশ্মশানে গানে গানে গান স্যালুট দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

kolkata

Nov 01 2023, 16:34

*রাজ্যের বকেয়া না দিলে হবে বৃহত্তর আন্দোলন: মমতা*


ভুয়ো রেশন কার্ড নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাম আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, '১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছি। অনেক দালাল রেশন বিক্রি করে দিত, আমরা ব্যবস্থা নিয়েছি। দুর্নীতিগ্রস্তদের আমরা গ্রেফতার করিয়েছি। বাম আমলের ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছি। এফসিআই আগে ভাঙা চাল দিত আমরা চাষির থেকে সরাসরি চাল কেনার সিদ্ধান্ত নিই।' 

বিগত ১ বছরের বেশি কিছু সময় ধরে রাজ্যের একের পর এক মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি, সিবিআই। বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল। অন্যদিকে ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে এই বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, 'সব মন্ত্রীদের গ্রেফতার করবে? দোষ প্রমাণ হওয়ার আগে গ্রেফতার করছে ইডি, সিবিআই।' 

বকেয়া টাকা না পেলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে নতুন করে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। ১৬ নিভেম্বর নেতাজি ইন্ডোরে দলীয় নেতা কর্মীদের জমায়েতের নির্দেশ দিলেন মমতা। এই সভাতেই বকেয়া আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মমতা।

kolkata

Nov 01 2023, 13:40

*হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁর*


কলকাতা: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ।বাঁকুড়ার পাত্রসায়র এবং বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দুটি মামলায দায়ের হয়। ওই দুটি অভিযোগের উপর আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে তিনি হাজিরা দিলে আগাম জামিন নিশ্চিত করার নির্দেশ দিল আদালত।

হাইকোর্ট জানিয়েছে, হাজিরা দিলে তাকে জামিন দিতে হবে নিম্ন আদালতকে। বুধবার পুজো অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ এমনই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য ,২০১৯ সালে এই দুটি থানায় অবৈধ বালি উত্তোলন এবং অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়।সেই দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

২০১৯ সালেই আগাম জামিন মঞ্জুর করে আদালত এবং ১ মাসের মধ্যে নিম্ন আদালতের আত্মসমর্পণ করে জামিন নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যদিও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি সৌমিত্র। ফলে তার গ্রেফতারি পরোয়ানা পুনরায় সক্রিয় হয়ে ওঠে। এদিন ফের আদালতের দ্বারস্থ হন সৌমিত্র। সেই মামলাতেই এই নির্দেশ।

kolkata

Nov 01 2023, 12:43

*রাজ্য সহ ভিন রাজ্য চলছে আয়কর দপ্তরের হানা*


কলকাতা: গত দুদিন ধরে রাজ্যসহ ভিন রাজ্য চলছে আয়কর দপ্তরের হানা। কলকাতার সল্টলেকে দুটি জায়গায়( AH166) এর পাশাপাশি সল্টলেকের একটি আশ্রমে চলছে আয়কর দপ্তরের হানা। মোট ২২ টি জায়গায় চলছে আয়কর দপ্তরের হানা যার মধ্যে রয়েছে বিহার ও ঝাড়খন্ড।

অভিযোগ জমি কিনতে গিয়ে সঠিক স্ট্যাম ডিউটি জমা না দেওয়া ও হাওয়ালার মাধ্যমে ঝাড়খণ্ডের এক মদ ব্যবসায়ীর কালো টাকাকে সাদা করা। এবং বিক্রি অযোগ্য জমি কেনা বেচা। এই হানা চলছে কলকাতা সহ বিহার ঝাড়খন্ড জুড়ে মোট ২২ টি জায়গায়।